31 October, 2024

BY- Aajtak Bangla

এই উপহার দিয়েই করুন ইমপ্রেস, চমকে দিন জীবনসঙ্গীকে

উৎসবের সময়ে উপহার লেনদেনের পর্ব লেগেই থাকে।

আপনিও  স্ত্রীকে এই মরশুমে উপহার দিয়ে চমকে দিতে পারেন।

প্রতিবার জন্মদিন হোক কিংবা কোনো উপলক্ষে উপহার কিনে আনেন! তবে এবার এই  বিষয়গুলি  মাথায় রেখে গিফট প্ল্যান করতে পারেন।

সব মেয়েই সাজতে পছন্দ করেন। স্ত্রীর জন্য একটি স্পা প্যাকেজ বুক করে দিতে পারেন। যেমন- ফুট স্পা, বডি স্পা, হেয়ার স্পা। আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটি বুক করতেই পারেন।

স্ত্রীর জন্য উপহার কেনা মানেই ঝক্কির কাজ মনে করেন অনেকে। নামী-দামি সব উপহার কিনে দিতে হবে এমন কোনো মানে নেই। তবে উপহার দেওয়ার সময় তার পছন্দের কথাটা মাথায় রাখতে ভুলবেন না যেন!

আপনার স্ত্রী কি গয়না পরতে খুব ভালোবাসেন? তা হলে তাকে সোনার গয়না উপহার দিতেই পারেন। বাজেট কম হলে একটা লকেট কিংবা আংটিও দিতে পারেন। ১০ থেকে ১৫ হাজারেই পেয়ে যাবেন।

 স্ত্রীকে একটা ফিটনেস ট্র্যাকার ওয়াচ উপহার দিতে পারেন। এই উপহার দিলে তিনি খুশিই হবে। তিনি আপনার শরীর নিয়ে সব সময় সচেতন থাকেন, তার শরীরের কথা ভেবে এই সামান্য উদ্যোগ তো নেওয়া যেতেই পারে।

টাকা নেই, দামি উপহার দিতে পারছেন না, তা নিয়েও চিন্তার কোনো কারণ নাই। অফিস থেকে ফেরার সময় নিয়ে আসতে পারেন স্ত্রীর পছন্দের ফুল। অথবা খুব ভোরে উঠে বেরিয়ে পড়ুন। এরপর স্ত্রীর ঘুম ভাঙার আগেই হাজির হতে পারেন পছন্দের তাজা ফুল নিয়ে।

আপনি তাকে তার পছন্দের একটি বই উপহার দিতে পারেন যা সে পড়তে চায়। অথবা তাঁর পেশার সাথে সম্পর্কিত কোন বই।

আপনি একটি ডিনার ডেটে যেতে পারেন। এ জন্য বেছে নিতে পারেন তাঁর পছন্দের রেস্টুরেন্ট বা লাউঞ্জ। সেখানে আগে থেকে একটি টেবিল বুক করে রাখুন যাতে আপনাকে অপেক্ষা করতে না হয়।

তার জন্য তার পছন্দের খাবার তৈরি করুন। তার পছন্দের স্বাদ এবং মশলা ব্যবহার করুন। রাতের খাবারের জন্য ঘরকে রোমান্টিকভাবে সাজান।