23 April, 2025

BY- Aajtak Bangla

বাড়ির ঠিক কোন কোন জায়গায় সাপ লুকিয়ে থাকে জানেন?

গরম কাল পড়েছে। এখন খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে সাপ। এমনকী বাড়িতেও ঢুকে যায়।

সাপ বাড়ির নির্দিষ্ট কতগুলো জায়গাতে ঘাপটি মেরে বসে থাকে। সেজন্য সচেতন থাকা দরকার। 

সাপ এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে জিনিসপত্র ও কাঠের স্তূপ থাকে। 

সর্প বিশারদরা বলেন, সাপ সরু জায়গায় অন্ধকার জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। সেজন্য এমন জায়গা সব সময় পরিষ্কার রাখা দরকার। 

টিকটিকি, ইঁদুর, ব্যাঙের মতো প্রাণীদের খেতে ভালোবাসে সাপ। সেজন্য বাড়িতে এসব প্রাণী থাকলে তাদের দূর করার চেষ্টা করুন।

মাছ-মাংসের গন্ধ সাপকে আকৃষ্ট করে। সেজন্য বাড়ির রান্নাঘর পরিষ্কার রাখুন। নোংরা জমিয়ে রাখবেন না। 

ডাস্টবিন, জলা জায়গায় সাপ বাসা বাঁধতে পারে। সেজন্য বাড়তি নজর দিন। 

কোনও কোনও বিষধর সাপ আবার ঘরের কোণার মতো শীতল জায়গা পছন্দ করে। সেজন্য ওই জায়গা চেক করুন মাঝে মাঝে।