15 january, 2024

BY- Aajtak Bangla

পরকীয়া করার পর এই ৮ কথা মনে মনে ভাবে পুরুষরা

বর্তমান সময়ে ভালোবাসার সম্পর্ক ফাঁপা হয়ে যাচ্ছে। স্বামী-স্ত্রী এবং প্রেমিক-প্রেমিকার মধ্যে চলে আসছে তৃতীয় মানুষ।

প্রিয় মানুষের প্রতারণা বেড়ে গিয়েছে। পরকীয়ার পর পুরুষরা কী ভাবেন, চলুন জেনে নেওয়া যাক-  

উপভোগ করা- অনেক পুরুষের কোনও অনুশোচনা থাকে না। তাঁরা ভাবেন, আমি জীবন উপভোগ করেছি। একঘেয়েমি কেটেছে।

রোমাঞ্চ- একই সঙ্গে দুই নারীর সঙ্গে সম্পর্ক। এই রোমাঞ্চ পুরুষদের ভালো লাগে। তাঁরা এই রোমাঞ্চের মজা নেন।  

ভুল স্বীকার- সম্পর্কের ভরসা ভেঙেছেন। সেজন্য অনুতপ্ত হন। স্ত্রী বা প্রেমিকার কাছে ভুলস্বীকারও করে নেন। 

আমি স্বার্থপর- পরকীয়ার পর অনেক পুরুষই নিজেকে স্বার্থপর ভাবেন। তাঁরা মনে করেন, নিজের জন্য প্রিয় মানুষকে ধোঁকা দিয়েছেন।

গুমড়ে মরা- অনেক পুরুষ ভিতরে ভিতরে গুমড়ে মরেন। কাউকে বলতে পারেন না। 

ফেঁসে যাওয়া- অনেক পুরুষ ভাবেন, ক্ষণিকের ভুলে তাঁরা ফেঁসে গিয়েছেন। তৃতীয়পক্ষকে ছাড়তে চান। 

তৃতীয়পক্ষকে নিয়ে স্বপ্ন- প্রেমিকা বা স্ত্রীকে ছেড়ে দিতে চান। ফন্দি আঁটেন। তৃতীয়পক্ষের সঙ্গেই ঘর করতে চান।  

নিজের ভুল বুঝতে পারে ভাঙা সম্পর্কে জোড়া লাগানোর চেষ্টা করেন। প্রেমিক-স্ত্রীর মন রাখেন। আবদার মেটান।