03 May, 2024

BY- Aajtak Bangla

স্বামী থাকতেও মহিলারা অন্য পুরুষের সঙ্গে কখন মেলামেশা করেন? 

স্বামী-স্ত্রী সুখে শান্তিতে বসবাস করবে, সেজন্যই বিয়ে। তবে সবার জীবনে দাম্পত্য কলহ থাকে। কোনও কোনও সময় এমনটাও হয়,বাড়িতে স্বামী থাকতেও কোনও কোনও মহিলা অন্য পুরুষকে ভালোবাসেন। 

এর কারণ হল স্বামীর আচরণ বা ব্যবহার। সংসার যতটা একজন পুরুষের হয়, ততটাই মহিলারও। যখন একজন মহিলা সেটা ফিল করতে পারেন না, তখন স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ে স্ত্রী-র।

স্বামীকে স্ত্রী যে কথায় বোঝাতে চান না কেন, স্বামী যদি সেই কথা না শোনে, কথায় কথায় বিরোধিতা করে তাহলেও স্বামীর প্রতি বিরক্তি জন্মায় স্ত্রীর। 

স্ত্রী-র মতামতকে যখন স্বামী গুরুত্ব দেন না, তখনও স্ত্রী আর মনে মনে থাকতে চান না স্বামীর সঙ্গে। তিনি এমন কাউকে খোঁজেন যিনি তাঁর কথার গুরুত্ব দেবেন।এর জেরে নাভিতে ব্যাকটেরিয়া জন্মায়।

বয়সও একটে ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কখনও সখনও। একজন সমবয়সী ছেলের থেকে মেয়ের ম্যাচুরিটি বেশি থাকে। ফলে সমবয়স্কদের মধ্যে বিয়ে হলে একটা সময়ের পর এসে দুজনের মতের মিল হয় না। 

আবার বয়সের ফারাক খুব বেশি হলেও সমস্যা হয়। স্বামীর বয়স বেশি হলে স্ত্রী দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হন কখনও সখনও। সেক্ষেত্রেও স্ত্রী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন। 

অনেক সময় আবার মহিলাদের তাঁদের সঙ্গীর কাছ থেকে পাওয়া অসম্মানের প্রতিশোধ নেওয়ার ব্যাপার থাকে। তিনি স্বামীকে দেখানোর জন্য অন্য পুরুষের সঙ্গে জড়িয়ে পড়েন। 

অনেক সময় মেয়েদের মানসিক ও শারীরিক চাহিদা পূরণ করতে পারেন না ছেলেরা, তখনও মেয়েরা অন্য পুরুষের সঙ্গে জড়িয়ে পড়েন।