19 April,, 2024

BY- Aajtak Bangla

ঝকঝকে হবে চশমা, ব্যবহার করুন এই সস্তার জিনিস 

সারাদিন ব্যবহার করতে করতে সাবরই চশমা নোংরা এবং ঝাপসা হয়ে যায়। আর সারাদিনের ব্যস্ততার মাঝে চশমা পরিস্কার করার সময় থাকে না।

যেদিন ছুটি থাকবে কিছুটা সময় বের করে বাড়িতে থাকা এই সাধারন জিনিসগুলি দিয়েই আপনার চশমা বানিয়ে ফেলুন একেবারে নতুন।

রোজ সকালে উঠেই আমরা যে জিনিসটা খুঁজি সেটি হল মাজন। সেই মাজন দিয়েই শুধু দাঁত নয় চকচকে হয় চশমা।

আঙুলের মাথায় একটু মাজন নিয়ে চশমার কাঁচে ভাল করে লাগিয়ে দিন। তারপর জল দিয়ে ধুয়ে নরম সুতির কাপড় দিয়ে মুছে নিলেই খেলা শেষ।    

মনে রাখবেন যখন আপনি চশমা পরিষ্কার করবেন তাঁর আগে ভালো করে হাত ধুয়ে নেবেন। নাহলে হাতের ছোপ এবং ময়লা চশমাতে লেগে যাবে।

ঠাণ্ডা জল দিয়ে ধোবেন এবং মোছার সময় মাইক্রোফাইবার দিয়ে মুছবেন তাহলে চশমা ভালো থাকবে।

এছাড়াও ভিনিগার দিয়ে চশমা ধুয়ে নিতে পারেন। তবে মাথায় রাখবেন ভিনিগার দিয়ে ধোওয়ার পর অবশ্যই জল দিয়ে ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নেবেন।

এই উপায় মেনে চললে চশমা ঝকঝকে পরিষ্কার থাকবে।