6 April, 2025
BY- Aajtak Bangla
চোখের পাতা কাঁপা বেশ পরিচিত একটা বিষয়। অনেক সময়ই আমাদের চোখের পাতা কাঁপতে থাকে।
কিছুক্ষণ নিজে থেকে চোখের পাতা কেঁপে নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
হিন্দুধর্মে চোখের পাতা কাঁপা বিশেষ ইঙ্গিত দিয়ে থাকে বলে মনে করা হয়। চোখের পাতা কাঁপা শুভ বা অশুভ হতে পারে।
জেনে নিন চোখের পাতা কাঁপা কখন শুভ এবং কখন অশুভ বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে মহিলাদের বাম চোখের পাতা কাঁপা শুভ। যদি কোনও মহিলার বাঁ চোখের পাতা কাঁপে, তাহলে বুঝতে হবে যে তাঁর সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে।
তবে মহিলাদের ডান চোখের পাতা কাঁপা অশুভ। ডান চোখের পাতা কাঁপলে খারাপ কিছু ওই মহিলার জন্য অপেক্ষা করছে বলে আশঙ্কা করা হয়।
পুরুষদের ক্ষেত্রে আবার ডান চোখের পাতা কাঁপা শুভ এবং বাঁ চোখের পাতা কাঁপা অশুভ।
কোনও পুরুষের বাঁ চোখের পাতা কাঁপলে তাঁর সাবধান হওয়া জরুরি। পরিবারে কারোর মৃত্যু বা চাকরি হারানোর মতো খারাপ ঘটনা তাঁর সঙ্গে ঘটতে পারে।
বিজ্ঞান অবশ্য অন্য কারণ বলছে। মনে করা হয় খুব বেশি পরিশ্রম করলে এবং ঘুম ঠিকমতো না হলে তখন আমাদের চোখের পাতা কাঁপে।
শরীর ক্লান্ত থাকলে চোখের পাতা কাঁপতে পারে। মনের মধ্যে কোনও বিষয়ে দুশ্চিন্তা কাজ করলেও চোখের পাতা কাঁপতে পারে।