16 May, 2024

BY- Aajtak Bangla

ভ্রু ও আইল্যাশ পাতলা? ঘন করার দারুণ টিপস রইল

আলাদা করে নকল পাপড়ি পরা অনেকের কাছে খুব শখের হলেও বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া পরা হয় না। 

প্রতিদিনের এত সব ঝক্কির বদলে একেবারে ‘স্থায়ীভাবেই’ যদি ভুরুটাকে করে তোলা যায় পুরু আর পাপড়িগুলোকে দিঘল?

অন্তত কয়েক মাসের জন্য এমন করা গেলে তো সত্যিই বাঁচোয়া। ভুরু ও পাপড়ির এমনই দুটি ‘স্থায়ী’ সাজের পদ্ধতি হলো ভুরু মাইক্রোব্লেডিং ও পাপড়ি এক্সটেনশন।

বাইরে যাওয়ার আগে প্রতিদিন নিয়ম করে ভুরু আঁকতে না চাইলে বছরে-দেড় বছরে একবার ভুরু মাইক্রোব্লেডিং করিয়ে নিলেই হবে। 

ভুরু হালকা হলে কিংবা আরও একটু সুন্দর করতে চাইলেও করাতে পারেন মাইক্রোব্লেডিং। এটা অনেকটাই ট্যাঁটু বা উলকির মতো।

তবে ট্যাঁটুগানের পরিবর্তে এখানে ব্যবহার করা হয় খুব সূক্ষ্ম ও ক্ষুদ্র সুইওয়ালা একটি বিশেষ যন্ত্র। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ হাতে খুব ভালো মানের ইঙ্ক বা কালি দিয়ে আঁকা হয় ছোট ছোট ভুরু।

শুনতে ভয়ের মনে হলেও এতে তেমন কোনো ব্যথা নেই। 

খুব বেশি অ্যালার্জি না থাকলে এটি যে কেউই করাতে পারবেন

একবার করিয়ে নিলে প্রায় দুই মাস ভালো থাকে।