BY- Aajtak Bangla
31 May 2024
মানব দেহের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ। চোখ সুন্দর হলে আর কী চাই! তাই সবাই চান চোখের পাতা হোক লম্বা ও ঘন।
ঘরোয়া উপায়ে চোখের পাতা ঘন ও লম্বা করা যায়। কী কী সেই উপায়। আসুন জেনে নিই।
রাতে ঘুমোনোর আগে আঙুলে অলিভ ওয়েল নিয়ে তা লাগান। তাহলে সুফল পাবেন। প্রতিদিন যদি অলিভ অয়েল লাগান তাহলে ৩ থেকে ৪ দিনে সুফল পাবেন।
অ্য়ালোভেরা জেলও খুব উপকারী। প্রতিদিন ঘুমোনোর আগে চোখের পাতায় অ্য়ালোভেরা জেল লাগিয়ে রাখুন। সকালে উঠে চোখ ধুয়ে নিন।
কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে আঙুলের সাহায্যে চোখের পাতা ও চোখের চারপাশে ধীরে ধীরে কিছুক্ষণ ম্যাসাজ করলে ঘন ও লম্বা চোখের পাতা পাবেন। . .
ডিমের সাদা অংশ চোখের পাতা ঘন ও লম্বা করতে সাহায্য করে। . .
ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। তা চোখের পাতায় মাখুন। ফল পাবেন কয়েকদিনেই।
গ্রিন টি-তে থাকে প্রচুর পলিফেনল। ঠান্ডা গ্রিন টি কটন বাডের সাহায্যে চোখের পাতায় লাগান। তাহলে কয়েকদিনে ঘন হবে চোখের পাতা।