15 April, 2024

BY- Aajtak Bangla

ডান না বাম, পুরুষ ও মহিলার কোন চোখ লাফালে টাকা আসে?

চোখ কাঁপাকে অশুভ বলে মনে করা হয়।

মহিলাদের বাম চোখ লাফালে শুভ বলে মনে করা হয়।

ডান চোখ লাফালে অশুভ মনে করা হয়।

আসলে, ডান চোখ লাফালে তা অসুস্থতার লক্ষণ।

পুরুষদের ডান চোখ লাফালে একটি ভিন্ন অর্থ আছে।

বিশ্বাস করা হয়, ডান চোখ লাফালে প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার লক্ষণ।

ডান চোখ লাফালে  ইচ্ছা পূরণের লক্ষণ।

একজন মানুষের বাম চোখ লাফালে তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে।

বাম চোখ লাফালে তা আসন্ন অসুবিধার লক্ষণ।