BY- Aajtak Bangla

মুখের অবাঞ্ছিত লোমে নষ্ট সৌন্দর্য? পার্লার দিদির টিপসে দূরে হবে নিমেষে

29th October, 2024

নারীদের মধ্যে খুব সাধারণ একটি সমস্যা হল মুখে অবাঞ্ছিত লোম। অনেকেই এ সমস্যার কারণে অস্বস্তিতে ভোগেন।

অনেকেই এই অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে পার্লারে যান। কিন্তু কর্মব্যস্ততায় সবসময় তা হয়ে ওঠে না।

বিশেষজ্ঞরা বলছেন, ওয়াক্সিং বা থ্রেডিং একেবারেই করা উচিত নয়। বিশেষ করে এই অবাঞ্ছিত লোম তোলার জন্য।

তবে কিছু ঘরোয়া উপায়ে মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারেন।

লেবু ও মধুর সংমিশ্রণ মুখের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করে। এর জন্য এক টেবিল-চামচ মধু, দুই টেবিল-চামচ চিনি ও লেবুর রস মিশিয়ে তিন মিনিট ফোটাতে হবে। ধীরে ধীরে মিশ্রণটি নাড়তে থাকতে হবে।

যদি বেশি ঘন হয়ে যায়, তবে পানি দিয়ে পাতলা করে পেস্ট তৈরি করতে হবে। এবার ঠান্ডা হওয়ার পর অবাঞ্ছিত লোমের অংশে লাগাতে হবে। এটি প্রাকৃতিক 'ওয়াক্স' হিসেবে কাজ করে। তাই ওয়াক্স স্ট্রিপ দিয়ে লোম ওঠার বিপরীতে এই পদ্ধতি মেনে চলুন।

অবাঞ্ছিত লোম তোলার জন্য ওটস এবং কলার ব্যবহার করতে পারেন। ওটস ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। এটি 'এক্সফলিয়েন্ট' হিসেবেও ভালো কাজ করবে। এর সঙ্গে একটি পাকা কলা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন। 

১৫ মিনিট বৃত্তাকার আকারে মালিশ করার পর দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই ঘরোয়া প্রতিকারটি ব্যবহার করে দেখতে পারেন।

ডিমের ব্যবহারেও অবাঞ্ছিত লোম উঠে যেতে পারে। এরজন্য একটি বাটিতে ডিমের সাদা অংশ, এক টেবিল-চামচ চিনি ও আধা চা-চামচ চালের আটা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন।

এটিকে অবাঞ্ছিত লোমের অংশে মেখে ২০ থেকে ৩০ মিনিট শুকানোর জন্য রেখে দিন।

এরপর লোম ওঠার বিপরীত দিকে শুকিয়ে যাওয়া মিশ্রণটা ধীরে টেনে তুলে জল দিয়ে ধুয়ে নিতে হবে মুখ। সপ্তাহে একবার ব্যবহারেই ফল পাবেন।