10 Jun, 2024
BY- Aajtak Bangla
ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ আরও কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটে বিচিত্র সব ঘটনা। সেখানে কোনও ‘ফ্রেন্ড’ যখন তাঁর ‘লিস্ট’ থেকে কাউকে সরিয়ে দেন, তখন ব্যাপারটি হজম করতে পারেন না কেউ কেউ। আদতে এমন পরিস্থিতিতে কী করণীয়?
ওই ব্যক্তি হয়তো ‘ভার্চ্যুয়াল’ জগতে একটি ‘ভার্চ্যুয়াল’ সীমারেখা টানতে চাইছেন। তিনি আপনাকে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘বন্ধু’ হিসেবে চাইছেন না। তাঁর সেই ভাবনাকে সম্মান করুন। বারবার তাঁর ‘প্রোফাইল’ ঘাঁটতে যাবেন না।
কেউ আপনাকে ‘আনফ্রেন্ড’ করলে হয়তো ভাববেন, তিনি কোনও কারণে আপনাকে অপছন্দ করছেন। তিনি হয়তো সমমনা মানুষদের নিয়ে ওই জগৎটায় সময় কাটাতে চান।
আপনি কিন্তু জানেন না, ওই ব্যক্তি কোনো মানসিক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত হতাশা বা দুঃখবোধের কারণেও ‘ভার্চ্যুয়াল’ জগতের বন্ধুতালিকা ছোট করে আনতে পারেন।
আপনার সঙ্গে বাস্তব জীবনে তাঁর সত্যিই ভালো সম্পর্ক থাকলে তাঁকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন, তিনি হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন।
তিনি বিষয়টি এড়িয়ে যেতে চাইলে এর উত্তর পেতে কোনোক্রমেই তাঁকে জোরাজুরি করবেন না।
বাস্তব জীবনে এই ঘটনার কোনও প্রভাব পড়তে দেবেন না। এটিকে নিতান্ত স্বাভাবিক একটি বিষয় হিসেবেই নিন।
বাস্তব জীবনে অবশ্যই ওই ব্যক্তির সঙ্গে সহজ এবং স্বাভাবিক সম্পর্ক বজায় রাখুন।
বাস্তবের এই সত্যিকার জগৎটাতে বজায় রাখুন শান্তিপূর্ণ পরিবেশ।