2 JUNE 2025
BY- Aajtak Bangla
সারাদিন অফিস করার পর বাড়ি ফিরে আগেই মুখ পরিষ্কার করা উচিত। কিন্তু, কী দিয়ে ধোবেন মুখ?
হাতের কাছে ক্লিনজার এবং ফেসওয়াশ দু'টিই আছে। দু’টির কাজই ত্বক পরিষ্কার করা। তা হলে ব্যবহার করবেন কোনটি?
ক্লিনজার হল লোশন, যা ত্বকের উপর লাগানো বিউটি প্রোডাক্ট, ধুলো-ময়লা পরিষ্কার করতে সাহায্য করে।
ফেসওয়াশের কাজও মুখ পরিষ্কার করা। তবে এটি ভিজে মুখে মাখতে হয়। তারপর জল দিয়ে মুখ ধুতে হয়।
লেগে থাকা লিপস্টিক বা চোখের কোনে লেগে থাকা কাজল, জলের ঝাপটায় পরিষ্কার হয় না। তখনই প্রয়োজন হয় ক্লিনজারের।
ক্লিনজারের চেয়ে ত্বকে জমে যাওয়া ধুলো-ময়লা, তেল আরও ভাল ভাবে পরিষ্কার করতে পারে ফেশওয়াশ।
কাজল, আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো, লিপস্টিক পরিষ্কারের জন্য ক্লিনজারই ভাল।
নিয়মিত মেক আপ না করলে, ধুলো-ময়লা পরিষ্কার করার দরকার হলে রোজ ফেশওয়াশ ব্যবহার করা উচিত।
তবে ওয়েলি স্কিন হলে ক্লিনজারের তুলনায় ফেসওয়াশ বিশেষ কার্যকর হয়।