03 JULY, 2024
BY- Aajtak Bangla
৪০-এও মুখের ত্বক থাকবে টানটান, খান এই ফল
পৃথিবীতে এমন কে আছে যে নিজেকে তরুণ দেখতে চায় না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় এর প্রভাব পড়তে শুরু করে।
বলিরেখা এবং সূক্ষ্ম রেখা বার্ধক্যের লক্ষণ যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়।
অনেক সময় পুষ্টির অভাব এবং আধুনিক জীবনযাত্রা কারণে বয়সের আগেই বার্ধক্যের লক্ষণ দেখা দিতে শুরু করে।
তবে ডায়েটে এমন কিছু জিনিস রাখতে পারলে অবশ্যই বার্ধক্যের গতি কমিয়ে দেওয়া যায়।
একটি ড্রাই ফ্রুট আছে যা বার্ধক্যের লক্ষণগুলি কমিয়ে দেয়।
এই ড্রাই ফ্রুটের নাম বাদাম। এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং ফাইবার যা ত্বকে পুষ্টি যোগায়।
বাদামে থাকা ভিটামিন ত্বকের কোলাজেনকে রক্ষা করতে সাহায্য করে, যা আপনার ত্বককে রাখে তরুণ।
বাদাম ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়।
প্রতিদিন ছয় থেকে সাতটি বাদাম খেলে আপনি আপনার ত্বককে টানটান ও সুন্দর রাখতে পারেন। সারারাত ভিজিয়ে রেখে বাদাম খেলেও উপকার পেতে পারেন।
Related Stories
বেসন কোন গাছ থেকে তৈরি? অনেকেরই অজানা
তাজা না পচা চিংড়ি, চিনবেন কীকরে? শিখে রাখুন
এভাবে বাড়িতে বানান কাসুন্দি! ঝাঁঝে চোখে চল আসবে
ছোট মাছের আঁশ কাটাকুটির ঝামেলা নেই, এই হল সহজ ট্রিকস