14 OCTOBER, 2024
BY- Aajtak Bangla
সংসারে খরচ হঠাৎ হঠাৎ বেড়ে যায়। তখন দিশেহারা লাগে। কয়েকটা উপায় মেনে চললে সংসারে খরচ কমে যায়।
প্রতি সপ্তাহের বাজেট নির্ধারণ করুন। সেই বাজেটের বাইরে যাবেন না। নগদে লেনদের করুন।
খুচরো টাকা বা পয়সাকে অবহেলা করবেন না। তাতে যথেচ্ছ টাকা খরচ হয়ে যায়। তেমন হলে বাড়িতে লক্ষ্মীর ঘট রাখুন সেই টাকা জমান। মাসের শেষে রেজাল্ট দেখতে পাবেন।
গ্যাস ও বিদ্যুতের খরচ নিয়ে সচেতন থাকুন। অসাবধানতার কারণে এতে অনেক টাকা চলে যায়। প্রয়োজন মতো খরচ করুন।
সব্জি, চাল ডাল এগুলো দোকান থেকে কিনুন। অনলাইনে কিনলে কোনও কোনও সময় খরচ বেশি লাগে। তাতে অনেক টাকা বেরিয়ে যায়।
ওয়ার্ক আউটের জন্য জিমে না গেলেও চলে। বাড়িতেই নিজে করুন। তাহলে খরচ বাঁচবে।
বাড়িতে পুরোনো জিনিস রাখবেন না। বরং বেচে দিন। কাগজ, লোহার জিনিস ইত্যাদি। তাহলে কিছু টাকা হাতে আসবে।
মোবাইলের রিচার্জে অনেক টাকা খরচ করে থাকেন অনেকে। যতটুকু প্রয়োজন ততটুকু রিচার্জ করুন। অতিরিক্ত টাকা খরচ করবেন না। তাহলে সেভ হবে।