04 OCTOBER 2025
BY- Aajtak Bangla
সনাতন ধর্মে বাড়ির মেয়েদের দিয়ে কাজ করানো নিয়ে জ্যোতিষ মত আছে। সেগুলি জেনে নিন।
এই কারণেই কোনও কন্যা সন্তানকে কখনও রাগানো উচিত নয়। কারণ কন্যার রাগ দেবী লক্ষ্মীকে রাগিয়ে তোলে।
কিন্তু অনেক সময়, জেনে বা অজান্তে, মানুষ তাদের মেয়েদের দিয়ে এমন কাজ করায় যা পরিবারের জন্য অশুভ প্রমাণিত হয়।
কখনওই কন্যা সন্তানকে অপমান করার ভুল করবেন না। সন্তান ছোট হলে তাদের বোধান। যদি কোনও মেয়ে বাবা-মায়ের বাড়ি ছেড়ে চলে যান, সংসার অসুখী হয়, তাহলে সেই বাড়িতে সুখ থাকে না।
কন্যা সন্তানদের দিয়ে বাড়ির নোংরা বাসন ধোওয়ার কথা বলা এড়িয়ে চলা উচিত। অথবা তাদের এমন কাজ করাবেন না যা তাদের জন্য উপযুক্ত নয়।
মেয়েদের সবসময় তাদের প্রাপ্য অংশ দিয়ে দেবেন। যদি কখনও মেয়ের কাছ থেকে টাকা ধার নেওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তা ফেরত দেবেন। অন্যথায় এই ঋণ পরবর্তী জীবন পর্যন্ত সাথেই থাকবে।
ঘরের মেয়ের চোখে জল আসতে দেবেন না। সন্ধ্যেয় কখনও মেয়েকে বকাঝকা করবেন না। বাড়ির মেয়েরা যদি সুখী থাকে, তাহলে ঘরে সুখ-শান্তি থাকবে। বলা হয় যে, কেবল কন্যারাই ঘরে সৌভাগ্য বয়ে আনে।