15 Oct, 2024

BY- Aajtak Bangla

মা আর বউয়ের রোজ ঝগড়া, কার পক্ষ নেবেন?

বাংলায় একটি কথা প্রচলিত আছে, ‘বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে কি মা পাওয়া যাবে?’ 

অনেকেই মনে করেন, মা যেহেতু কষ্ট করে বড় করেছেন, তাই তাঁর মন রক্ষা করা বা তাঁকে ভালোবাসা বেশি জরুরি। 

সন্তানের জীবনে মা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই স্ত্রীর সঙ্গে কোনো মতেই মায়ের তুলনা হওয়া উচিত নয়। 

অনেক পরিবারই মা ও স্ত্রীর বিষয়ে সহাবস্থান নিশ্চিত করতে পারে না

মা ও স্ত্রী দুজনই স্বতন্ত্র মানুষ। দুজনেরই গুরুত্ব অপরিসীম। কেন তবে দুজনের মধ্যে তুলনা করা?

স্ত্রীকে কেবল স্ত্রী না ভেবে স্বতন্ত্র মানুষ হিসেবে দেখতে হবে।

একজন মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্যকে প্রাধান্য দিতে হবে। 

সব স্কুলকে শেখাতে হবে যে প্রত্যেক মানুষকে স্বতন্ত্র হিসেবে বিচার করতে হবে।

স্ত্রী যে তাঁর সন্তানেরও মা, অনেক ক্ষেত্রেই স্বামীরা এটা ভুলে যান।