BY- Aajtak Bangla
16 June, 2025
মিষ্টিপ্রিয় বাঙালিদের কাছে রসগোল্লা একটা আবেগ।
যে কোনও শুভ অনুষ্ঠানে অথবা অতিথি অ্যাপায়নে কদর পেয়ে থাকে এই গোলাকার রসে ভরা মিষ্টি।
তবে সব মিষ্টির দোকানের রসগোল্লা খেতে ভাল হয় না। তাই জেনে নিন কলকাতার সেরা রসগোল্লা স্পট।
বাগবাজার ও ধর্মতলায় গেলে কেসি দাসের রসগোল্লা খেতে ভুলবেন না। এদের ক্যানন রসগোল্লার স্বাদ মুখে লেগে থাকার মতো।
ভীম চন্দ্র নাগের দোকানের সেরা মিষ্টি হল রসগোল্লা। এখানে মাটির ভাঁড়ে করে রসগোল্লা দেওয়ার রেওয়াজ আজও রয়েছে।
চিত্তরঞ্জন মিষ্টান্ন ভান্ডার স্পঞ্জি রসগোল্লার জন্য বিখ্যাত। এখানকার গরম রসগোল্লা একবার খেলে বার বার চাইবেন।
মিঠাই-তে গুণমানের মিষ্টি ও বড় রসগোল্লার জন্য জনপ্রিয়।
বাঘাযতীন এলাকার কামধেনুতে খুবই উৎকৃষ্ট মানের রসগোল্লা পাওয়া যায়।
ভবতারিণী সুইটসের ভ্যানিলা রসগোল্লার কদর অন্য মানের। খেলেই প্রেমে পড়বেন।
শরৎ বোস রোড ও এলগিন রোডে অবস্থিত নেপাল সুইটসের রসগোল্লা শহরবাসীর হট ফেভারিট।
সেন মহাশয়ের অন্যান্য মিষ্টির পাশাপাশি রসগোল্লার চাহিদাও তুঙ্গে।