07 Oct, 2024

BY- Aajtak Bangla

স্কার্ট–টপের সঙ্গে শাড়ি এখন ট্রেন্ডিং, যেভাবে পরবেন 

বাঙালির যেকোনো উৎসবে পুরুষের যেমন পাঞ্জাবি, মেয়েদের তেমনি শাড়ি—না হলে যেন চলেই না। 

তাঁত থেকে সিল্ক, জামদানি থেকে মসলিন—শাড়িতে আমাদের কত–না বৈচিত্র্য! 

শাড়িটি পরানো হয়েছে স্কার্ট–টপ দিয়ে। শাড়ির শেষ প্রান্তে ছয়টি কুঁচি করে নেওয়া হয়েছে। এবার বাঁ দিক বরাবর কোমরে গুঁজে নেওয়া হয়েছে। 

এদিকে আঁচল সামনে এনে বক্স কুঁচি করে নিতে হবে। সবশেষে আঁচলের শেষ প্রান্ত নিয়ে গুঁজে দিতে হবে কোমরে।

এই ভিন্নধর্মী শাড়ি পরায় কোমরে বেল্টের ব্যবহার করতে পারেন। এতে শাড়ি ড্র্যাপিংয়ে আসবে আধুনিকতার ছোঁয়া।

আজকালকার অনেক মেয়েরাই শাড়ির আঁচল বা কুঁচি সামলাতে রীতিমতো হিমসিম খান। প্রি ড্রেপ শাড়ির কল্যাণে সেই ভয় থেকে রক্ষা পাওয়া যায়।

নির্ভয়ে শাড়ি পরে নিশ্চিন্তে থাকার অন্যতম উপায় হল এই নতুন কেতা।

এই ভিন্নধর্মী শাড়ি পরায় কোমরে বেল্টের ব্যবহার করতে পারেন। এতে শাড়ি ড্র্যাপিংয়ে আসবে আধুনিকতার ছোঁয়া।