BY- Aajtak Bangla
21 January 2025
পছন্দের রং জেনে যে কারও স্বভাব-চরিত্র সম্পর্কে জানা যায়।
জ্যোতিষ মতে, পছন্দের রং দেখে যে কারও ভাগ্য গণনা করা যায়।
অনেকেরই পছন্দের রং লাল। লাল রং যাদের প্রিয় তাঁদের চরিত্র কেমন হয়...
জ্যোতিষ মতে, লাল রং পছন্দ করেন যাঁরা, তাঁরা স্বভাবে আনন্দ প্রকৃতির হয়।
লাল রং যাঁদের প্রিয়, তাঁরা চাপা স্বভাবের হন। . .
লাল রং যাঁদের প্রিয়, তাঁরা মনের দুঃখের কথা কাউকে জানতে দেন না। . .
লাল রং যাঁদের প্রিয়, তাঁরা যশস্বী হন।
যাঁদের লাল রং প্রিয়, তাঁরা চাপা স্বভাবের হয়।