22 JUNE 2025
BY- Aajtak Bangla
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমিষ খান না। অথচ ঝালে-ঝোলে অম্বলে থাকা বাঙালিদের সঙ্গে মিল রয়েছে তাঁর।
খাদ্যরসিক বাঙালিদের পাতে মাছ-ভাত না পড়লেও হরেক স্বাদের নিরামিষ খাবারও চেটেপুটে খায় তাঁরা।
বাইরে যখন বৃষ্টি পড়ছে, তখন পাতে খিচুড়ি চাই-ই চাই।
শুনলে অবাক হবেন, বাঙালিদের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রিয় খাবার খিচুড়ি।
সঙ্গে ইলিশ মাছভাজা, ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলুর দম, লাবড়া এমনকি কষা মাংসও চালিয়ে দেন বাঙালিরা।
শোনা যায় মোদী যখনই গুজরাটে নিজের বাড়ি যেতেন মায়ের হাতের নিরামিষ খিচুড়ি খেতেন।
শুধু তাই নয়, বিদেশে গিয়েও তিনি হাবিজাবি খাবার না খেয়ে খিচুড়ি খাওয়াই বেশি পছন্দ করেন।
পুষ্টিবিদরা মনে করছেন, সুস্বাদু এবং স্বাস্থ্যকর বলেই হয়তো এটি প্রধানমন্ত্রীর প্রিয় খাবার।
মন্দিরের ভোগ হোক বা অফিস পাড়ার ফুটপাথ, খিচুড়ি সব জায়গাতেই সুপারহিট।