BY- Aajtak Bangla
19 March 2025
হিন্দু ধর্মে গরুকে দেবতা রূপে পুজো করা হয়। সকাল বেলা গরু দেখা শুভ। গরু দেখলে দিন ভালো যায়।
সপ্তাহের বিশেষ দিনে গরুকে খাওয়ালে ভালো ফল মেলে। জীবনে পরিবর্তন আসে। অনেক কাজ সম্পন্ন হয়। আর্থিক সমৃদ্ধি আসে।
হিন্দু ধর্ম অনুসারে গাই গরুর মধ্যে ৩৩ কোটি দেবদেবী থাকেন। তাই গরুকে খাওয়ালে দেবতারা প্রসন্ন হন। তাই গরুকে পুজো করা হয়।
এবার আপনাদের জানাব গরুকে কোন বারে কী খাওয়ানো উচিত। গরুকে খাওয়ালে ভাগ্যের দোষ কেটে যায়।
রবিবার গরুকে খাওয়ালে সূর্যদেবের আশীর্বাদ মেলে। শরীরে কোনও অসুখ থাকলে তা সেরে যায়।
শনিবার গরুকে খাওয়ালে শনিদেব প্রসন্ন হন। তাতে টাকা পয়সা হাতে আসে।
তবে গরুকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে খেতে দেবেন। না হলে দেবতারা রুষ্ট হবেন।
গরুকে কখনও এঁটো খাবার দেবেন না। রুটির সঙ্গে গুড় দিন। তাহলে আরও বেশি উপকার মিলবে।