1 May 2025

BY- Aajtak Bangla

শনিবার কুকুরকে খাওয়ান এই জিনিস, ধন-সম্পত্তি বাড়বে 

হিন্দু ধর্মে অনেক পশু-পাখি এমন আছে যারা কোনও না কোনও দেবতার বাহন। তাদেরও দেবতা রূপে পুজো করা হয়। 

শনিদেবের বাহন কালো কুকুর। বলা হয়, শনিকে সতুষ্ট রাখতে কোনও সময় কুকুরকে মারধর করা উচিত নয়। 

শনিদেবের কৃপা পেতে শনিবার কুকুরকে ঘি মাখানো রুটি খাওয়ানো উচিত। তাহলে ধন সম্পদ বাড়ে। 

বানর বা হনুমানকে মঙ্গলবার ফল দেওয়া উচিত। তাহলে ঐশ্বর্য বাড়ে।

অনেক বাড়িতেই সকালবেলা কাককে খেতে দেওয়ার চল রয়েছে। কাককে খাবার খাওয়ালে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।

কাককে সপ্তাহের যে কোনওদিন খেতে দিতে পারেন। এতে অশুভ শক্তির বিনাস হবে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী মাছকে খাবার দেওয়া এবং অ্যাকোয়ারিয়াম রাখা উভয়ই বাড়ির জন্য শুভ। 

প্রত্যেক বাড়িতে কম বেশি পিঁপড়ে দেখা যায়। রাহুর দোষ থেকে মুক্তি পেতে পিঁপড়েকে খেতে দেওয়া উচিত। 

বাড়িতে বাচ্চা বেড়াল পেষা শুভ। বিড়ালকে খেতে দেওয়া বা পুষলে বাস্তু দোষ কমে এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বলে মনে করা হয়।