3rd December, 2024
BY- Aajtak Bangla
এই শহরের স্ট্রীট ফুডের মধ্যে রোল অন্যতম।
এগ রোল, চিকেন রোল, মাটন রোল খেতে দারুণ লাগে।
রোলের দোকান এখন পাড়ার মোড়ে মোড়ে।
বাঙালি তো বটেই, সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদাও রোল খেতে ভালোবাসতেন।
ফেলুদার একাধিক বইতে আমরা এই বাঙালি গোয়েন্দার খাদ্যের প্রতি চিরন্তন প্রেমের কথা জানতে পারি। ।
কিন্তু বলতে পারেন ফেলুদা এই শহরের কোন দোকানের রোল খেতে ভালোবাসতেন।
যাঁরা ফেলুদাকে ভালোবাসেন তাঁরা এই উত্তর চট করে দিয়ে দেবেন।
ফেলুদা তথা প্রদোষ চন্দ্র মিত্র নিজামের রোল খেতে ভালোবাসতেন।
সত্যজিৎ রায়ের গোরস্থানে সাবধান বইটিতে নিজামের রোলের কথা উল্লেখ রয়েছে।
তাই আন্দাজ করা যায় যে ফেলুদা এই দোকানের রোল খেতেই ভালোবাসতেন।