29 JULY, 2023
BY- Aajtak Bangla
জীবনে প্রেম আসছে না? ফেংশুই নিয়ম মানলেই কাছে আসবে ভালোবাসা
মনের মত বন্ধু - যে কোনও সম্পর্কের স্তম্ভ ভালো বন্ধুত্ব। কিন্তু মনের মত মানুষ খুঁজে পাওয়া অতটাও সহজ নয়।
মিলবে জীবনসঙ্গী - ফেংশুই মতে বেশি দামি জিনিস কিছু কিনতে হবে না। কেবল মাত্র রোজকার জীবন যাত্রায় কিছু জিনিস গুরুত্ব দিলেই হবে কাজ।
ফেংশুই রঙ - বেডরুমে গোলাপী রঙের দেওয়াল এবং লাল রঙের বালিশের কভার রাখতে পারেন। অথবা ঘরে লাল - গোলাপী রঙের ফুল রাখলেও চলবে।
জোড়ায় রাখুন - ঘরে যা কিছু শো পিস রাখবেন, তা জোড়ায় জোড়ায় রাখুন। নাইট ল্যাম্প থাকলে দুটি রাখুন।
জামা কাপড় - মহিলারা গোলাপী কাপড় ও ব্যাগে লিপস্টিকও রাখতে পারেন। ছেলেরাও জীবন সঙ্গী পেতে চাইলে হালকা রঙের কাপড় পরতে পারেন।
ঘরের এখানে আয়না নয় - বিছানার দিকে মুখ করে আয়না রাখবেন না। জীবনযাত্রায় প্রেমে বাঁধা হয়ে দাঁড়াতে পারে এই আয়না।
উইন্ড টাইম - জীবন থেকে খারাপ এনার্জি দূরে সরিয়ে প্রেমের বলয় তৈরি করে সাউন্ড এনার্জি। তাই ঘরে অবশ্যই রাখুন উইন্ড টাইম।
বেডরুমে এই জিনিস নয় - ফেংশুই মতে, শোওয়ার ঘরে টিভি রাখা উচিত নয়। এটি অশুভ বলে মনে করা হয়।
পারফিউমের ম্যাজিক - জীবনে প্রেমের অন্বেষণে থাকলে বাড়ি থেকে বেরোনোর আগে সুন্দর পারফিউম লাগান।
Related Stories
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
পুরুষ মানুষ সফল হয় কোকিলের এই গুণে, জানুন
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা
কানের ময়লা বের হবে বিনা খোঁচাখুঁচিতে, এই ৩ ট্রিক শিখে রাখুন