BY- Aajtak Bangla

এভাবে নিজেই বানান জৈব সার, বাগান ভরবে সবুজ- সতেজ গাছে

21 MARCH, 2025

বাগান ভালোবাসে এরকম বহু মানুষ আছে। যার মধ্যে কিচেন গার্ডেনিং পছন্দ করেন অনেকেই।

গার্ডেনিং

কিচেন গার্ডেনিংয়ের অনেক উপকারিতা রয়েছে। এটি শুধু অর্থই সাশ্রয় করে না, সেই সঙ্গে আমাদের তাজা ফল ও সবজি খাওয়ার সুযোগ করে দেয়।

উপকারিতা

তবে ভাল বাগান করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ভাল সার। 

ভাল সার

জানুন ঘরেই কীভাবে জৈব সার ও কীটনাশক তৈরি করবেন।

কীটনাশক

বাড়িতে জৈব সার তৈরি করতে, প্রথমে নারকেলের খোসা থেকে তৈরি কোকো পিট সার ব্যবহার করতে পারেন।

নারকেলের খোসা

আপনি বাড়িতে ব্যবহৃত চা পাতা থেকে কম্পোস্ট, ছাই থেকে তৈরি কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন।

ভার্মি কম্পোস্ট

নিম পাতা সিদ্ধ করে কীটনাশক হিসেবে ব্যবহার করুন। গাছে বাটারমিল্ক স্প্রে করলে গাছকে ছত্রাক থেকে রক্ষা করা যায়।

বাটারমিল্ক স্প্রে

মাটির সুস্বাস্থ্যের জন্য হলুদ ব্যবহার করা যেতে পারে।

হলুদ