BY- Aajtak Bangla
17 JANUARY 2025
আমাদের দেশের একটা বড় অংশের মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। অন্যদিকে বাড়িতে বাগান করতে পছন্দ করেন বহু মানুষ।
ভাল গাছের জন্য ভাল জৈব সার খুব গুরুত্বপূর্ণ। বাজারে অনেক রকম সার বিক্রি হয় ঠিকই। তবে তা সব সময় ভাল না।
যারা বাড়িতে বাগান করছেন, জেনে নিন নিজেই কীভাবে জৈব সার তৈরি করবেন।
রইল এমন ৪ সারের টিপস, যা সহজেই বাড়িতে তৈরি করা যায়।
চা ছেঁকে অবশিষ্ট পাতা থেকে সার তৈরি করা যায়।
উনুনের ছাইও সার হিসাবে গাছে দেওয়া যেতে পারে।
গুড়, বেসন এবং গোবর থেকে একটি ভাল জৈব সার তৈরি করা হয়, যা ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
কোকো পিট সার নারকেলের খোসা থেকে তৈরি করা হয়, যা উদ্ভিদের জন্য খুবই উপকারী।