BY- Aajtak Bangla
18th September, 2024
বাড়ি থেকে বেরনোর সময় একটু পারফিউম বা বডি স্প্রে গায়ে না ছড়ালেই নয়।
হালকা গন্ধ পছন্দ কারও, কারও আবার উগ্র গন্ধেও কিছু যায় আসে না। কিন্তু পারফিউম বা বডি স্প্রে না হলে চলে না আমাদের।
কিন্তু পারফিউম বা বডি স্প্রে নিয়মিত ব্যবহার করলেও, তা ব্যবহারের সঠিক পদ্ধতি জানি না আনেকেই। তাই পারফিউম বা বডি স্প্রে মাখার সময় কী করবেন, কী করবেন না, জেনে নিন।
কব্জিতেও পারফিউম লাগান, তবে তা না ঘষাই ভাল। বরং সেটিকে ভালভাবে বসতে দিন।
পারফিউম লাগিয়ে ঘষলে ত্বক গরম হয়ে ওঠে এবং সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।
জামা-কাপড়ের উপর পারফিউম স্প্রে করবেন না। এতে জামার রং ফিকে হয়ে যায়, সেই রং বসে যায় আমাদের শরীরে।
বরং সরাসরি ত্বকের উপর পারফিউম ছড়াতে পারেন। এতে অনেকক্ষণ থাকবে গন্ধ।
সব সময় রুম টেম্পারেচরে রাখা উচিত পারফিউম।
কব্জির পাশাপাশি কানের পাশেও পারফিউম লাগাতে পারেন। এইসব জায়গায় সুগন্ধ থাকে অনেকক্ষণ।
দীর্ঘক্ষণ যাতে স্থায়ী হয় সুগন্ধ, তার জন্য দুই ধরনের পারফিউম একসঙ্গে লাগাতে পারেন। ঘেমে নেয়ে একসা হলেও দুর্গন্ধ হবে না গায়ে।
জামাকাপড়ে ছড়ানোর পরিবর্তে কব্জি, ঘাড়, গলায় ছড়ান।
খুব গরমে যখন ঘাম হয়, গায়ে পারফিউম না লাগিয়ে, চুলে, স্কার্ফে ব্যবহার করতে পারেন।