27 FEBRUARY, 2025

BY- Aajtak Bangla

নখে থাকা দাগ দেখেই বুঝবেন কতদিন বাঁচবেন, জেনে নিন

শরীরের ভেতরে প্রতিফলন দেখা যায় দেহের বাইরে থাকা অঙ্গ-প্রত‍্যঙ্গে। চিকিত্‍সকরা ‘বিশেষ লক্ষণ’ বা ‘সিম্পটম্পস’ দেখে বুঝে নিতে পারেন দেহের ভিতরে বাসা বেঁধেছে কোন কোন রোগ।

সবাই জানতে চান তিনি কতদিন বাঁচবেন? সম্প্রতি একটি গবেষণায় মানুষের আয়ু সম্পর্কে একটি চাঞ্চল‍্যকর তথ‍্য দিয়েছেন ড. ডেভিড সিনক্লেয়ার।

হার্ভার্ড মেডিকেল স্কুলের বিখ‍্যাত চিকিত্‍সক ড. সিনক্লেয়ার জানালেন কীভাবে কোনও মানুষের নখ দেখেই বোঝা যায় তার শরীরের অন্দরের দশা, ধারণা করা যায় তিনি কতদিন বাঁচবেন!

১৯৭৯ সালে বিজ্ঞানীরা শতাধিক মানুষের নখের মাপ কয়েক বছর ধরে নিয়েছিলেন। তারপর দেখা গিয়েছে যে ৩০ বছর বয়সের পরে নখের বৃদ্ধিতে প্রতি সপ্তাহে ০.৫ শতাংশ হ্রাস পায়।

ডেইলি মেলে ড. ডেভিড সিনক্লেয়ার জানিয়েছেন, যদি নখ দ্রুত বাড়ে এবং প্রায়ই কাটতে হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরের ভিতরে প্রয়োজনীয় অঙ্গগুলির ‘বায়োলজিক্যাল এজ’ খুব ধীরে ধীরে বাড়ছে।

নখ দ্রুত বৃদ্ধি হলে বুঝতে হবে আপনার জীবনীশক্তি বেশি। প্রায়ই যদি নখ কাটতে হয় তাহলে বুঝতে ওই ব‍্যক্তি বেশিদিন বাঁচবেন।

যারা পুষ্টির অভাবের সম্মুখীন হন তাদের নখের বৃদ্ধি ধীর হতে পারে। এর সঙ্গে হরমোনাল স্তর, কিশোরাবস্থা এবং গর্ভাবস্থা এমন সময় নখের বৃদ্ধি দ্রুত হতে পারে।

নখে অত‍্যধিক রেখা থাকলে সতর্ক হন। বয়স্কদের রেখা থাকা স্বাভাবিক। কিন্তু তরুণ তরুণীদের নখে বিভিন্ন রেখা দেহে জিঙ্ক, ভিটামিন এ, ক্যালসিয়াম এবং আয়রনের অভাবের সঙ্কেতও নখে দেখা যায়।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।