BY- Aajtak Bangla

বাজি পোড়ানো কাল না হয়ে দাঁড়ায়! মাথায় রাখুন ১০ বিষয়

9 November, 2023

দীপাবলির সন্ধে থেকেই শুরু হয়ে যায় বাজি পোড়ানো। তবে অনেক সময় বাজি থেকে অনেক দুর্ঘটনা ঘটতে পারে।

বাজি পোড়ানোর সময় মাথায় রাখতে হবে  কিছু বিষয়।

বাজি পোড়ানোর সময় মুখে রুমাল চাপা দিয়ে তারপর বাজি ফাটানো উচিত।

বাজি ফাটানোর সময় পায়ে জুতো পরে থাকতে পারেন ।

সবসময় সুতির জামা পরুন।

আগুন নেভানোর জন্য সবসময় হাতের কাছে বালি ও জল রাখুন।

এমন জায়গায় বাজি রাখুন যেখানে কোনও দাহ্য পদার্থ থাকবে না।

আগুনের পাশে কখনও বাজি রাখবেন না ।

হাতের কাছে সবসময় ফার্স্ট এইড কিট রাখতে পারেন।

লাইসেন্স দেখে বাজি কিনুন।

আতসবাজি পুড়িয়ে যেখানে সেখানে ফেলবেন না, একটি পাত্রে জল রাখুন সেখানেই ফেলুন।

বাজি হাতে নিয়ে পোড়ানোর চেষ্টা করবেন না।

চোখে বা শরীরে কোথাও আগুনের ফুলকি লাগলে, ক্ষত অংশে তেল বা ক্রিম লাগাবেন না।