6 December, 2023

BY- Aajtak Bangla

প্রথম ডেটে গিয়েছেন? ঠিক কতদিন পর বুঝবেন ইনিই পারফেক্ট ওয়ান

এখন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ছেলে-মেয়েরা অনেক স্মার্ট হয়ে গিয়েছে।

কিছুদিন ডেট করার পর তবেই সে পারফেক্ট কিনা তা বুঝতে পারেন।

তবে ঠিক কতদিন বা কতক্ষণ প্রথম ডেটে সময় দেওয়া দরকার এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকে।

অনেক সময়ই দেখা যায় যে ডেটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলার পরও সেই মানুষটাকে মনে ধরছে না।

চলুন তাহলে জেনে নিই প্রথম ডেট ঠিক কতক্ষণ হওয়া উচিত।

এক গবেষণা অনুযায়ী, প্রথম ডেটে গিয়ে তিন ঘণ্টার কিছু কম সময় কাটানোই ভালো।

এতে আবার করে দেখা হওয়ার ইচ্ছা জাগে নারী ও পুরুষের মধ্যে।

আর একজন অচেনা মানুষের সঙ্গে ডেটে গিয়ে একেবারে সব কথা না বলাই ভালো।

তাই ডেটের সময়সীমা দীর্ঘক্ষণ না করে যদি এই ৩ ঘণ্টার সময়টা বজায় রাখেন তাহলে আবারও ডেট করার ইচ্ছা জাগবে।

আর যার সঙ্গে ডেট করছেন তিনি সেই মানুষটিই কিনা তার জন্য চারটে ডেট করুন। তার মধ্যেই বুঝে যাবেন।

তাই প্রথম ডেটে যাওয়ার আগে এই টিপসগুলি অবশ্যই মাথায় রাখুন।