BY- Aajtak Bangla

প্রথমবার বাজার করতে যাচ্ছেন? ঠকে যাওয়ার আগে বাজারওয়ালার টিপস মানুন

6th May, 2024

অনেকেই জীবনে প্রথমবার বাজার করতে যান। আর সেই অভিজ্ঞতা একেবারে অন্যরকম।

আসলে বাজার করাটাও আর্ট। এটা সকলে রপ্ত করতে পারে না। তবে যদি একবার শিখে নেন তাহলে আপনাকে কেউই বোকা বানাতে পারবে না। 

বাজার করতে গিয়ে অনেকেই ঠকে যান। কিন্তু এটার থেকে বাঁচতে মেনে চলুন এই টিপস।

বাজার করতে যাওয়ার আগে একটা তালিকা করে সম্ভাব্য দাম হিসেব করে সেই টাকা নিয়ে বের হন।

বাজার করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। গোটা সবজি বাজার ঘুরে প্রথমে দেখে নিন। একটু দরদাম করুন বাজার ঘুরে ঘুরে।

এরপর আগে যে যে সবজি নিত্য দরকার যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা তা কিনে ফেলুন। এরপর মরশুমি সবজি কিনতে শুরু করুন।

তবে কোন সবজির সঙ্গে কোন সবজি মিল রান্না করা হয় তা না জানলে মুশকিলে পড়বেন।

শাক, টমেটো বা মাছ এই ধরনের নরম জিনিসগুলি সবার শেষে কেনাই ভাল। না হলে ওগুলো চিড়েচ্যাপ্টা হয়ে যেতে পারে।

সবজি বেছে নিয়ে কিনুন। নিজের হাতে সবজি বেছে তুলুন। বাজারওয়ালাকে বলবেন না। তারা পচা বাজারও দিতে পারে।

রোজ বাজারে যেতে হবে, তবেই বাজার করতে পটু হতে পারবেন আপনি।