26 NOVEMBER 2025

BY- Aajtak Bangla

কোন পিসে কত পুষ্টিগুণ? ল্যাজা vs মুড়োর কী ফায়দা জানুন

অনেকেই মাছের পেটি বা গাদা খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। তবে তারা জানেনই না মুড়ো ও ল্যাজার ফায়দা কী, তাহলে এগুলোও ছাড়বেন না।

অনেকে কাঁটার ভয়ে ল্যাজা খান না। অনেকে চিবোতে পারেন না বলে মুড়োর কথা ভাবেনই না।

তাই যারা মুড়ো বা ল্যাজা খান না, তারা জানুন কোন শরীর কোন উপকার থেকে বর্জিত হচ্ছে?

তাই যারা মুড়ো বা ল্যাজা খান না, তারা জানুন শরীরে মাছের কোন অংশ কী উপকারে লাগে?

মাছ মানেই পুষ্টির ভাণ্ডার। মাছের মাথায় থাকে ভিটামিন এ ও রেটিনল।

মাছের মুড়ো রাতকানা রোগের সঙ্গে লড়াই করে।

এছাড়াও, মাছের মুড়ো বিষন্নতা বা হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারের ঝুঁকি কমায়।

এতে ওমেগা থ্রি রয়েছে যা হার্টের জন্য ভীষণ উপকারি।

যে কোনও বড় মাছের ল্যাজায় প্রচুর কাঁটা থাকে। কাঁটা সহ ল্যাজা খেলে ক্যালশিয়াম বাড়ে। খুব উপকারী।