গলায় আটকানো মাছের কাঁটা বের করার উপায়

11 May, 2023

মাছ খেতে গিয়ে কখনও কখনও আমাদের গলায় কাঁটা আটকে যায়। যার জন্য সমস্যায় পড়তে হয়।

দু একবার জোরে জোরে কাশলেও কাঁটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। 

মাছের কাঁটা আটকে গেলে এক মুঠে ভাত গিলে খান। ভাতের মণ্ডের ধাক্কায় কাঁটা খুলে যাবে।

পাউরুটির টুকরো অল্প জলে ভিজিয়ে গোল করে চালান করে দিন মুখে। পাউরুটির আঘাতে কাঁটা খুলে যেতে পারে।

গরম জলে একটু লেবু মিশিয়ে সেই মিশ্রণ খান। লেবু কাঁটাকে নরম করে দেবে। খানিক পরেই দেখবেন কাঁটা খুলে যাবে।

জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। ভিনিগার গলায় বিঁধে থাকা কাঁটাকে নরম করে দেবে। যাতে কাঁটা সহজেই নেমে যায়।

একটু নুন-হালকা গরম জল মিশিয়ে খেয়ে নিন। গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে।

পাকা কলা একসঙ্গে অনেকটা কামড়ে গিলে নিন। এতেও গলায় আটকে থাকা কাঁটা নেমে যায়।