5 JULY 2025
BY- Aajtak Bangla
সবাই চায় যে চুল যেন সুন্দর ও ঘন হয়। চুল পড়ার সমস্যা মিটে যায়।
আর চুলের স্বাস্থ্য ভাল রাখতে তেল, শ্যাম্পু সহ ঘরোয়া অনেক প্রতিকারই করে থাকেন অনেকে।
কিন্তু চুলের জন্য ফিটকিরি যে খুবই কার্যকর এটা অনেকেই জানেন না। এই ফিটকিরি শেভিংস করার পর অনেকে লাগিয়ে থাকেন।
ফিটকিরি মাথার স্ক্যাল্পের জন্য খুবই উপযোগী। খুশকি, চুলকানি ও চুল পড়ার মতো সমস্যা থেকে রেহাই দেয় ফিটকিরি।
সঠিক পদ্ধতিতে ফিটকিরি ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে আর সুন্দর চুল পাবেন আপনি।
আসুন জেনে নিই সুন্দর, কালো, ঘন ও লম্বা চুল পাওয়ার জন্য কীভাবে ফিটকিরি ব্যবহার করবেন।
ফিটকিরির ছোট টুকরো বা এক চামচ ফিটকিরি পাউডার নিন। এক কাপ গরম জলে এটা মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই জল নিয়ে মাথা ধুয়ে ফেলুন।
ভাল ফল পেতে সপ্তাহে দুবার করতে পারেন। এটা ব্যকটেরিয়া মারে আর মাথার স্ক্যাল্পকে ঠান্ডা রাখে, যাতে খুশকি থেকে রেহাই পেতে পারেন।
বড় চামচের ফিটকিরি পাউডার ২ বড় চামচের গরম নারকেল তেলে মিশিয়ে নিন। এরপর এটা মাথায় ম্যাসাজ করুন।
এই তেল ৩০-৪৫ মিনিট পর্যন্ত রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন। এটা সপ্তাহে একবার করতে পারেন।
তবে ফিটকিরি সরাসরি মাথার স্ক্যাল্পে লাগাবেন না। এতে আপনার চুল ড্রাই হয়ে যেতে পারে।