2nd April, 2024

BY- Aajtak Bangla

এত নরম তুলতুলে ত্বক! বলিরেখা সরিয়ে জোয়ান থাকবেন সস্তার এই জিনিসটা মাখলে

কর্মব্যস্তময় জীবনে আমাদের ত্বকের যত্ন সেভাবে নেওয়া হয় না। আর এতে ত্বকের আরও খারাপ অবস্থা হয়।

ত্বক ও চুলের পরিচর্চায় দামী দামী প্রসাধন ও জিনিস ব্যবহার করে আরও বারোটা বাজছে ত্বক ও চুলের।

তবে বাড়িতে থাকা এই সামন্য জিনিসেই ত্বক ও চুলের যত্ন নেওয়া যাবে নিমেষে।

ফিটকারি নেই এরকম বাড়ি হয়ত খুব কমই আছে। অথচ এটা অনেকেরই অজানা এই সাধারন বস্তুটিই অনেক সমস্যার সমাধান করতে পারে।

ত্বকের বলিরেখা থেকে চুলের খুশকি দূর সবের জন্য দারুণ কার্যকর এই ফিটকারি।

ফিটকারির কী কী গুণ আসুন জেনে নেওয়া যাক।

ফিটকারি হল অ্যান্টিসেপ্টিক। ফিটকারি গুঁড়ো করে সেটিকে মিশ্রণ বানিয়ে মুখে লাগান। তাহলে সহজেই দূর হবে মুখের ব্রণ।

বয়সের ছাপ মুখে পড়লে সেক্ষেত্রে ফিটকারি গুঁড়োর সঙ্গে গোলপাজল ও ডিমের সাদা অংশ মিশিয়ে মেখে নিন মুখে। কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

মুখের কালো দাগ থেকে বয়সের ছাপ এক নিমেষে দূর হবে। ডিমে যদি অনীহা থাকে তাহলে ফিটকারি মুখে লাগিয়ে গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

খুশকির সমস্যা ছাড়াও আরও একটি বড়ো সমস্যা হল উকুনের সমস্যা। ফিটকারির কাছে সেই সমস্যারও সমাধান রয়েছে। 

ফিটকারি গুড়ো করে তাঁর সঙ্গে সৈন্ধব লবন মিশিয়ে এক ঘণ্টা মাথায় লাগিয়ে শ্যাম্পু করে নিলেই উকুন দূর হবে।

ফিটকারি ভেজানো জলের সঙ্গে নারকেল তেল মিলিয়ে পায়ে লাগালে পা ফাটা ঠিক হবে এবং পা ভালো থাকবে।

এছাড়া দাঁতের ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্ত পড়া বন্ধ করতে ফিটকারি গুঁড়ো দিয়ে দাঁত মাজতে পারেন ভালো ফল পাবেন।