8 May,, 2024
BY- Aajtak Bangla
গরমে এসি এবং কুলার ছাড়া বাড়িতে থাকাই খুব কঠিন হয়ে যায়। কিন্তু জানেন কী এমন কিছু গাছ আছে যেগুলো ঘরে লাগালে ঘর ঠাণ্ডা থাকে।
এমন কিছু গাছের কথা বলব, যেগুলো ঘরে লাগালে ঘর ঠাণ্ডা থাকবে।
অ্যালোভেরা গাছ খুব সহজে জন্মায়। এটি রাখলে ঘরের তাপমাত্রাও কমবে এবং বাতাসও বিশুদ্ধ থাকবে।
রাবার গাছটি দেখতে খুবই সুন্দর। ঘরের তাপমাত্রা কমানোর পাশাপাশি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণও বাড়ায়।
আরেকা পাম গাছ বাতাসে আর্দ্রতা বজায় রাখে এবং এটি ঘরকে ঠান্ডা রাখে।
বাতাসে আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ফার্ন গাছ ঘরের তাপমাত্রাও কমায়। আপনি এটি একটি পাত্রে রোপণ করতে পারেন।
ঘরকে ঠাণ্ডা রাখতে হলে ঘরে একটি স্নেক প্ল্যান্টও লাগাতে পারেন। এই উদ্ভিদ বাতাসে অক্সিজেনের পরিমাণও বাড়ায়।