30 March, 2025

BY- Aajtak Bangla

কামড়েই মুখের ভিতর গলবে খাসি, মাটন ম্যারিনেট করুন এই উপায়ে

আট থেকে আশি সকলেই মাটন খেতে দারুণ ভালোবাসেন।

খাসির মাংস

মাটন দিয়ে হরেক রকমের পদ মুখে জল এনে দেয়। মাটনের ঝোল থেকে শুরু করে মাটন কষা, সব পদই অসাধারণ।

মাটনের পদ

তবে মাটন যদি নরম না হয়, তাহলে সেই মাংস খেয়ে লাভ নেই। মাটন শক্ত থাকলে খাওয়াটাই মাটি হয়।

মাটন নরম

তাই মাটন ম্যারিনেট করার নিয়মটা জানুন আগে। তবেই হবে মাটন নরম।

জেনে নিন নিয়ম

পাঁঠার মাংস রান্নার করার আগে প্রস্তুতি নিতে হবে আগের রাত থেকে। অন্তত ৭-৮ ঘণ্টা মাংস মশলা মাখিয়ে না রাখলে, মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে।

টিপস ১

ম্যারিনেশনের সময় অতিরিক্ত নুন যোগ করলে প্রোটিন থেকে সব আর্দ্রতা বেরিয়ে যাবে। সামান্য চিনি যদি যোগ করেন, তা হলে রান্না করার সময় তা ক্যারামেলাইজ করবে ও দেখতে সুন্দর হবে।

টিপস ২

টক দই দিয়ে সারারাত ম্যারিনেশন করে রাখতে পারলে মাটন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়।

টিপস ৩

সঙ্গে যদি কাঁচা পেঁপে বাটা, নুন, গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখতে পারেন, তা হলে আরও ভাল হয়। যত অ্যাসিডিক খাবার দিয়ে ম্যারিনেট করবেন, মাংস তত নরম হবে।

টিপস ৪

কখনও কখনও মশলাপাতি দিয়ে মাংস ম্যারিনেট করা হয়ে ওঠে না। সে ক্ষেত্রে অন্তত এক ঘণ্টা মাংসে নুন মাখিয়ে রেখে দিন। দু’ঘণ্টাও রাখতে পারেন। রান্নার আগে বাড়তি নুন ধুয়ে ফেলুন। এই পদ্ধতি মানলেও মাংস ভাল সেদ্ধ হবে।

টিপস ৫