8 May,, 2024

BY- Aajtak Bangla

তারকাদের মতো দাড়ি রাখতে চান? মানুন এই ৫ টিপস

মুখ ভর্তি দাড়ি রাখাই এখন ছেলেদের ফ্যাশন। তবে ইচ্ছে থাকলেও তা অনেকেই রাখতে পারেন না।

এই ৫ টিপস মেনে চলতে পারলে দারুণ ঘন হবে আপনার দাড়ি। ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই হতে পারে পরিচর্যা।

পেঁয়াজের রসের ব্যবহারে ঘন চুল কিংবা দাড়ির ক্ষেত্রে দারুণ কাজ করে। নিয়মিত মুখে এবং দাড়ির গোড়ায় পেঁয়াজের রস ব্যবহার করলে দাড়ির ঘনত্ব বাড়ে।

দাড়ির বৃদ্ধির জন্য মুখের ত্বক পরিষ্কার রাখা জরুরি। সেজন্য হালকা গরম জল দিয়ে দিনে ২-৩ বার মুখ ধুয়ে নিতে হবে।

চুল বা দাড়ি ঘন ঘন কাটলেই লম্বা হয় এমনটা ঠিক নয়। ৪ থেকে ৬ সপ্তাহ পরে পরে দাড়ি ছাঁটুন। এত দাড়ি ঘন হবে।

স্ক্রাব করা ত্বকের জন্য উপকারী। নতুন দাড়ি গজানোও সহজ হবে। সপ্তাহে অন্তত একবার মুখে স্ক্রাব করুন। ত্বকের মৃত কোষ দূর হবে, রক্ত সঞ্চালন বাড়বে ফলে নতুন দাড়ি হবে।

মুখে যদি কোঁকড়ানো দাড়ি বিক্ষিপ্তভাবে থাকে তবে সেগুলো ছেঁটে ফেলতে পারেন। কারণ এরকম দাড়ি থাকলে তা অন্য দাড়ির বৃদ্ধিতে বাধা দিতে পারে।

এছাড়া দিনে অন্তত ২ বার ১০ মিনিট করে মুখে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এতে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে দাড়ি বাড়বে দ্রুতই।