BY- Aajtak Bangla

প্লেনে এই ৫ কাজ ভুলেও করবেন না, জেনে রাখুন

18 July, 2024

কাজের প্রয়োজনে কিংবা অবসরযাপনে প্লেনে চেপে দেশে ও বিদেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন অনেকেই। প্লেনে ওঠার আগে জেনে নিন, কিছু জিনিস যা করতে নেই।

সিটবেল্ট না বেঁধে কখনোই ঘুমাবেন না। ঘুমের মধ্যে হঠাৎ ঝাঁকুনির কারণে আপনি পড়ে যেতে পারেন।

বিমানে কখনোই খালি পায়ে উঠবেন না। পরিষ্কার-পরিচ্ছন্ন মেঝেতেও জীবাণু থাকে, যা আপনি খালি চোখে দেখতে পাবেন না।

নিজের আসনের ওপরে লাগেজ রাখার স্থান ছাড়া অন্য জায়গায় লাগেজ রাখবেন না।

যাতায়াতের পথ আটকে দাঁড়িয়ে থাকবেন না।

লাইন ভেঙে আগে নামতে যাবেন না, তাতে হুড়োহুড়ি হয়। সময়ও বেশি লেগে যায়।

যে কার্টে করে খাবার ও পানীয় নিয়ে বিমানকর্মীরা আপনার কাছে আসে তা স্পর্শ করবেন না। নিজ হাতে সেখান থেকে খাবার, ন্যাপকিন প্রভৃতি উঠিয়ে নেবেন না। 

আসনে, হাতলে বা খাবার রাখার স্থানে পা উঠিয়ে বসবেন না, নিজের আসনসংলগ্ন নির্দিষ্ট জায়গাতেই পা রাখুন।

যেখানে–সেখানে বর্জ্য ফেলবেন না, বরং বিমানের কর্মী ‘ট্র্যাশ ব্যাগ’ নিয়ে এলে সেটির ভেতর ফেলুন।

শিশুর ব্যবহৃত ডায়াপার বিমানের কর্মীর হাতে ধরিয়ে দেবেন না, ডায়াপারের জন্য নির্দিষ্ট স্থানে ফেলুন।

বাথরুম ব্যবহার করতে গিয়ে ভিজিয়ে ফেলবেন না, ব্যবহারের পর কমোডের ‘সিট রিং’ মুছে দিন।

হেডফোন ছাড়া অডিও বা ভিডিও চালাবেন না।