14 APRIL 2023
চৈত্র সেলের জেরে যেখানে প্রায় সব কিছুরই দামে অনেকটা করে ছাড় পাওয়া যাচ্ছে, সেখানে ফুলের দাম উল্টো পথে চলছে।
পয়লা বৈশাখের আগে এক লাফে প্রায় ২৫০-৩০০ শতাংশ বা তিন গুণ বেড়ে গিয়েছে ফুলের দাম।
ইতিমধ্যেই হাওড়া-কলকাতা সংলগ্ন শহরতলির বাজারে ফুলের দাম প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে।
বিগত কয়েকদিনে উৎসবের মেজাজে দুই ২৪ পরগনা, হাওড়া ও মেদিনীপুরের অনেক জায়গায় ফুলের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। বাড়তি চাহিদার চাপে ফুলের জোগানেও টান পড়েছে।
রজনীগন্ধা, দোপাটি, জবা, গাঁদা, পদ্ম, বেলফুলের দাম প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে গিয়েছে। পাঁচ টাকার গাঁদার মালা এখন ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
জবার মালার দামও বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। হাওড়ায় বাগনানের বিস্তীর্ণ এলাকায় ফুলের চাষ হয়। সারা বছরই এখানে নানা রকমের ফুলের চাষ হয়।
হাওড়ায় বাগনান এলাকার ফুল চাষিরা জানান, প্রতি বছরের মতো ফুলের উৎপাদন এ বছরও প্রায় একই রয়েছে।
ফুলের পাইকারি বিক্রেতাদের মতে, উৎসবের মরসুমে ফুলের ব্যাপক চাহিদার তুলনায় জোগান অপর্যাপ্ত। তাই দাম হু হু করে বাড়ছে।