BY- Aajtak Bangla
20 March 2024
প্রস্রাব কেমন হচ্ছে তা দেখে শারীরিক সমস্যা সম্পর্কে নানা তথ্য জানা যায়।
প্রস্রাবের রং নানা রকম ইঙ্গিত দেয়। আমাদের শরীরে কোনও সমস্যা হলে তা প্রস্রাবের ধরন দেখে বোঝা যায়।
অনেকের প্রস্রাবে ফেনা হয়। তবে কেউই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামান না।
কিন্তু প্রস্রাবে ফেনা হওয়া বিপদের লক্ষণ দেয়। বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবে ফেনা হলে কিডনির সমস্যার দিকে ইঙ্গিত দেয়।
শরীরে প্রোটিনের পরিমাণ বেশি হলে প্রস্রাবে ফেনা বেশি হয়। যখন কিডনি প্রোটিন পরিশ্রুত করে, তখন তা মূত্র দিয়ে নির্গত হয়।
প্রস্রাবে ফেনা হলে তা প্রোটিনিউরিয়ার সঙ্কেত দেয়। এটি সারানোর কোনও ওষুধ নেই। তবে জীবনযাপনে বদল আনলে তা রোখা সম্ভব।
প্রোটিনিউরিয়া নিয়ন্ত্রণে না এলে এক সময় কিডনি নষ্ট হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, তাই প্রস্রাবে ফেনা দেখলে সতর্ক হন। চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি, প্রোটিন জাতীয় খাবার কম খান।