BY- Aajtak Bangla

স্বস্তি দেবে মনকে, জীবন বদলাতে সঙ্গী করুন রামকৃষ্ণের এই অমোঘ বাণী

3 April 2024

রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আমাদের যুগ যুগ ধরে অন্ধকার পথে আলো দেখিয়ে এসেছে। উনবিংশ শতকে বাঙালির নবজাগরণের প্রাণ পুরুষ ছিলেন তিনি।

বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন রামকৃষ্ণ। তাঁর অমৃতবাণী অনেককেই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে।

রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর গোটা জীবন মানুষকে মানবতার পাঠ শেখাতে ব্যয় করেছিলেন। জেনে নিন তাঁর বলা কিছু বিখ্যাত বাণী যা স্বস্তি দেবে আপনার মনকে-

সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে।

অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, যে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে শিক্ষা দেয়।

নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়| ঠিক এইভাবেই, যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহ-মায়া থাকা উচিত নয়।

টাকা মাটি, মাটি টাকা।

 ঈশ্বরকে বল, হে ভগবান! আমি ভালো মন্দ কিছুই জানি না। আমার যা অভাব তা তুমি পূরণ কর।

হাজার লেখাপড়া শেখ, ঈশ্বরে ভক্তি না-থাকলে, তাঁকে লাভ করবার ইচ্ছা না থাকলে – সব মিছে।

লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মত, তাঁকে যতই ভাল জায়গায় রাখো না-কেন সে তো ছট ফট কর মরে যাবেই।

তুমি জীবনে যে কাজই করো না-কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো। তা হলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে।

যত মত তত পথ।