5th October, 2024

BY- Aajtak Bangla

রাতারাতি জীবনে সফলতা আসবে, কালামের এই ৭ কথা মেনে চলুন

জীবনে চলার পথে অনেক ধরনে বাধা-বিপদ আসে, যা আপনার সফলতাকে রুখে দেয়।

তবে এ পি জে আবদুল কালামের বলা কিছু কথা যদি মেনে চলতে পারেন তাহলে সফলতা আসতে সময় নেবে না। জীবনে চলার পথে বিভিন্ন সময় আপনাকে অনুপ্রাণিত করবে তার বাণীগুলো।

এ পি জে আবদুল কালাম বলেছিলেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখ, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।

কাউকে হারিয়ে দেওয়া সহজ। তবে আসল কাজ হল কারও মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সবসময়।

কালাম বলেছেন, সবসময় মাথায় রাখবে কঠিন কাজ বেশি আনন্দ দেয়। তাই যত কঠিন কাজে সাফল্য পাবে, তত মনের ভেতরে আনন্দ বেশি হবে।

একটা গোটা দেশ ও জাতিকে বদলাতে পারে তিনজনই। তারা হলেন মা, বাবা ও শিক্ষক।

একটা কথা সবসময় মাথায় রাখবে যে জীবনে সমস্যা থাকবেই। আর সমস্যার প্রয়োজনও আছে। সমস্যা আছে বলেই সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয়।

যে ভালো শিক্ষার্থী যে সবসময় প্রশ্ন করে। প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত। তা না হলে কেউ শিখতে পারে না।

কালাম বলেছেন, একটা গোটা জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়।