30 March, 2025
BY- Aajtak Bangla
শাশুড়ি ও বৌমার মধ্যে সম্পর্ক কোনদিনই ভালো হয় না। যেন সাপে নেউলের সম্পর্ক! এমনটাই মনে করেন অনেকে। তবে বেশিরভাগ বাড়িতেই শাশুড়ি, বৌমার মধ্যে অশান্তি লেগে থাকে।
শাশুড়ির অভিযোগ তার পুত্রবধূ তার কথা শোনেন না। আবার পুত্রবধূ বলেন, তার মতের সঙ্গে শাশুড়ির মিল হয় না। এই নিয়ে ঝগড়া, অশান্তির লেগেই থাকে।
শাশুড়ি, বৌমার মধ্যে সম্পর্ক ভালো রাখতে কী করবেন আপনি, গোপন টিপস জানিয়ে দিচ্ছি জানিয়ে দিন।
যে কোনও শাশুড়ির প্রথমে তাঁর পুত্রবধূর যেগুলি বলছেন, সেগুলি ভালোভাবে বোঝা উচিত। পুত্রবধূর দৃষ্টিভঙ্গি থেকে শাশুড়ি দৃষ্টিভঙ্গির আলাদা হবে। পুত্রবধূর পরিবারের সম্পর্কে আগেভাগে জেনে নেওয়াই ভালো।
এর জন্য তার জীবনধারা আপনার বুঝতে সুবিধা হবে না। তিনি কি চান, কী চাইতে পারেন, তা জানতে পারবেন। তাই বিয়ে দেওয়ার আগে এইগুলো যদি আপনি একবার দেখে নেন তাহলে অসুবিধা হবে না। ে আপনি আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন।
ঘর সামলানোর কাজ বেশিরভাগ শাশুড়ি, পুত্রবধূকে ঘর সামলানোর দায়িত্ব দেন। তবে প্রথমে সেভাবে ঘর সামলাতে পারেন না। তাহলে কিন্তু সমস্যা বাড়তে থাকে।
তবে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু তাদের ঘর গোছানো থেকে ঘর সামলানো আলাদা আলাদা স্টাইলের হয়ে থাকে। যা সব শাশুড়ি মানতে পারেন না। যে কারণে তারা পুত্রবধূদের উপর প্রচন্ড পরিমানে চাপ সৃষ্টি করেন, এই কারণে অনেক সময় কিন্তু পরিবারের নানান অশান্তি হয়।
শাশুড়ি, পুত্রবধূর সঙ্গে খুব অশান্তি বা ঝগড়া হলে ভালোভাবে খোলামেলা দুজনে কথা বলুন। কেউ কাউকে দোষারোপ করবেন না। তারপরে তার সঙ্গে কথা বলবেন। তেমনি শাশুড়ির বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে তাও ব্লুন।
শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে অশান্তি হওয়ার প্রথম ও প্রধান কারণ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার অর্থাৎ শাশুড়ি যেটি বলছেন, তাই প্রথমে শাশুড়ি যেটা বলছে পুত্রবধূকে শোনেন। সেই সিদ্ধান্ত যদি ভুল থাকে, তাহলে সে বিষয় বোঝানো উচিত। তাহলে শাশুড়ি, বৌমার সম্পর্ক কিছুটা হলেও ভালো হবে।