BY- Aajtak Bangla
7th May, 2024
৫০ বছর বয়সটা দম্পতিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই সময়ে বিবাহিত জুটিদের অনেক সমীকরণই বদলে যায়।
শারীরিক আকর্ষণও প্রায় শেষের দিকে থাকে। মেয়েদের মেনোপজ শুরু হয়। অনেকেরই শারীরিক মিলনে অনীহা দেখা যায়।
কিন্তু কিছু সহজ টিপস মেনে চললে, বুড়ো বয়সেও আপনাদের দাম্পত্য জীন অন্যের ঈর্ষার কারণ হতে পারে।
তাই বুড়ো বয়সে দাম্পত্য জীবন টগবগে রাখতে মানুন সহজ টিপস।
বয়স বেড়েছে মানেই সব শেষ এমনটা নয়, এখনই সময় একে-অপরকে বেশি করে সময় দেওয়ার।
সন্তানরাও বেশ বড় হয়ে গিয়েছে, তাই এখন স্বামী-স্ত্রী মিলে একান্তে কোথাও ঘুরে আসুন। ।
মানসিকভাবে কাছে থাকার চেষ্টা করুন। সকালে একসঙ্গে চা খান অথবা একসঙ্গে জিমে কাটাতে পারেন।
বিকেলে একসঙ্গে হাঁটতে যেতে পারেন। প্রচুর গল্প করুন তবে তা নিজেদের নিয়ে। পুরনো স্মৃতি মনে করে একে-অপরের কাঁধে মাথা রাখতে পারেন।
একটা দিন বাইরে কোথাও ডিনার বা লাঞ্চ করলেন। লং ড্রাইভেও যেতে পারেন এই সময়।
যেহেতু বয়সটা মাঝের দিকে তাই একটু-আধটু রোগ তো দেখাই দিয়েছে। স্বামী-স্ত্রী দুজনে মিলে হেলথ চেকআপ করান।
শারীরিক মিলনও হতে পারে যদি দুজনেই চান। কারণ ভালোবাসা তো ফুরোয়নি, তা তো অফুরন্ত রয়েছে।