14 JULY 2025

BY- Aajtak Bangla

তামাকের থেকেও ক্ষতিকর, কোন কোন খাবার শরীরের জন্য 'বিষ'?

 চা-এর সঙ্গে শিঙাড়া, বিস্কুট খাওয়া নিয়ে এবার বিদ্ধিবদ্ধ সতর্কীকরণ জারি করার পথে কেন্দ্র সরকার।

শিঙাড়া, জিলিপি জাতীয় খাবারের উপর বড় বড় করে 'ওয়ার্নিং' লেখা থাকবে লাল কালি দিয়ে।

কেন্দ্রের সমস্ত প্রতিষ্ঠানে এই ওয়ার্নিং বোর্ড লাগানোর কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রক।

প্রতিদিন ব্রেকফাস্টে খাওয়া খাবারের মধ্যে ফ্যাট এবং সুগারের মাত্রা স্পষ্ট ভাবে উল্লেখ করা থাকবে সেই ওয়ার্নিং বোর্ডে। 

জাঙ্ক ফুডকে তামাকজাত দ্রব্যের মতোই ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে। 

সিগারেটের প্যাকেটের গায়ে যেমন সতর্কতা থাকে, এই সতর্কতাও অনেকটা সেরকমই, জানাচ্ছেন চিকিৎসকরা। 

২০৫০ সালের মধ্যে দেশের ৪৪.৯ কোটি মানুষ স্বাভাবিকের থেকে বেশি ওজনের হবেন। আমেরিকার পর ভারতই হবে এই সমস্যায় জর্জরিত দ্বিতীয় দেশ। 

বিদ্ধিবদ্ধ এই সতর্কীকরণের তালিকায় রয়েছে লাড্ডু, শিঙাড়া, জিলিপি সহ জাঙ্ক ফুড এবং মিষ্টি।