17 May, 2024

BY- Aajtak Bangla

সাদা চুল পার্মানেন্টলি কালো হবে, লাগাতে হবে এই সবজির রস

বয়স বাড়লে চুল পাকে এমনটা নয়। অনেকের তো বয়সের আগেই চুল পেকে যায়। তবে সমাধানও রয়েছে। 

অনেকে চুল কালো করার জন্য বাজারে বিক্রি হওয়া হেয়ার ডাইয়ের সাহায্য নেন। তবে হেয়ার ডাই ছাড়াও চুল কালো করা যায়। তাও আবার পার্মানেন্টলি। 

প্রাকৃতিকভাবে দুই উপায়ে চুল কালো করতে পারবেন। তারমধ্যে প্রথমটা হল বিটরুটের রস। 

তুলোয় বিটরুটের রস ভিজিয়ে চুলে চেপে চেপে লাগিয়ে নিন। এপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন।

আবার কফি খুব ঘন করে জ্বাল তুলোর সাহায্যে চুলে লাগান। তারপর তা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। 

রাতে ঘুমানোর আগে ১০ থেকে ১২ চামচ আমলকির গুঁড়ো বা এক মুঠো শুকনো আমলা জলে ভিজিয়ে লোহার পাত্রে রাখুন। 

এবার সারারাত ভিজিয়ে রাখা আমলায় ২ চা চামচ কফি পাউডার ও ৩ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। 

আপনি যদি এক কাপের বেশি আমলার মিশ্রণ নিয়ে থাকেন, তাহলে প্রতি কাপের জন্য দুই চা চামচ কফি পাউডার এবং তিন চা চামচ লেবুর রস মেশান। 

প্রতি কাপে ৩ থেকে ৪ চামচ মেহেন্দি পাউডার নিন। সামগ্রিকভাবে, আপনাকে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে, যা আপনি চুলে লাগাতে পারেন।

এই মিশ্রণ চুলে প্রায় ২ ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর চুল ফ্রেশ জল দিয়ে ধুয়ে ফেলুন।