28 March, 2025
BY- Aajtak Bangla
সমুদ্রশাস্ত্র অনুযায়ী, ব্যক্তির স্বভাব বোঝা যায় শরীরের অঙ্গপ্রত্যঙ্গের গড়ন দেখলেই।
সমুদ্রশাস্ত্র অনুসারে, আঙুলের দৈর্ঘ্য ও আকৃতি ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ প্রকাশ করে।
চলুন জেনে নেওয়া যাক পায়ের আঙুল কেমন হলে ব্যক্তিত্ব কী ধরনের হয়?
যাদের প্রথম ও দ্বিতীয় পায়ের আঙুল সমান তাঁরা খুব পরিশ্রমী হন। নিজের দমে সাফল্য পান।
তবে এই ধরনের মানুষের প্রায়ই তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে।
যাঁদের পায়ের আঙুল সব একই রকম ও বুড়ো আঙুল লম্বা। তাঁরা মনোযোগ দিয়ে কাজ করেন।
এই ধরনের মানুষরা কঠিন কাজে সক্ষম হন। তাঁরা মৃদুভাষীও। অর্থাৎ কম কথা বলেন।
যাঁদের পায়ের আঙুল লম্বা ও উপরের দিকে গোলাকার, তাঁরা প্রচুর আয় করতে পারেন।
এই ধরনের ব্যক্তিদের সঙ্গে থাকে মা লক্ষ্মী। তাঁরা প্রচুর টাকা কামান।
আপনারও পায়ের আঙুল এমন নাকি? তাহলে মিলিয়ে দেখে নিন।