05 May, 2025
BY- Aajtak Bangla
হঠাৎ সামনে থাকা ব্যক্তির নাম ভুলে যাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতি কমই হয়। এই সমস্যায় ভুগছি আমরা অনেকেই। তবে চিন্তার কিছু নেই, নাম মনে রাখার কিছু সহজ উপায় আছে। একটু চেষ্টা করলেই সহজে অন্যের নাম মনে রাখা যায়।
নাম মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো যাঁর সঙ্গে পরিচিত হবেন, তাঁর নামটি সশব্দে উচ্চারণ করা। তাঁর সামনেই দু–তিনবার নামটি বলুন। এতে নামটি আপনার স্মৃতিতে গেঁথে যাবে।
কারও নাম মনে রাখা কঠিন মনে হলে তাঁর নামের বানানটা জেনে নিন। অনেক সময় কিছু নাম অচেনা বা নতুন লাগে। যেমন প্রসূন সরকার। এমন নাম শুনলে যদি আপনি বলেন, ‘আপনার নামের বানানটা কী?’ বানান বললে এই নামটা আপনার মাথায় থেকে যাবে।
কথা বলতে বলতে শুরুর দিকেই যদি নামটা ভুলে যান, তাহলে দ্বিধা না করে আবার জিজ্ঞেস করুন।
বিনয়ীভাবে বলতে পারেন, ‘দুঃখিত, আপনার নামটা ঠিক শুনতে পাইনি।’ এতে ওই ব্যক্তি আবার নামটা বলবেন। আর যদি কথা বলার মাঝামাঝি বা শেষ দিকে নামটা ভুলে যান, তাহলে বলতে পারেন, ‘ওহ্! নামটাই তো ভুলে গেলাম।’
নাম মনে রাখার আরেকটা মজার কৌশল হলো নামের সঙ্গে কিছু একটা যোগসূত্র বানিয়ে নেওয়া। যেমন কারও নাম যদি হয় হুমায়ুন শেখ, তাহলে মনে মনে লেখক হুমায়ূন আহমেদের সঙ্গে মেলাতে পারেন।
যেমন অপূর্বা নামে কেউ যদি আপনার সঙ্গে প্রযুক্তি নিয়ে কথা বলে, তাহলে মনে মনে বলুন, ‘অপূর্বা তাঁর নতুন মোবাইলের কথা বলেছিল।’ চাইলে নামটা নিয়ে একটু খেলতেও পারেন। নামটা ভেঙে ভেঙে উচ্চারণ করুন। যেমন অ-অ-অ-পূ-পূ-র-র-বা-বা-বা। অথবা অপূর্ব + আ = অপূর্বা।
যাঁর সঙ্গে নতুন পরিচয় হলো, তাঁর কিছু বৈশিষ্ট্য নিশ্চয়ই আপনার চেনা কারও সঙ্গে মিলে যাবে। কার সঙ্গে মেলে, তা খুঁজে বের করুন। অথবা আপনার কোনো বন্ধু, আত্মীয় বা সিনেমার পছন্দের কোনো চরিত্রের সঙ্গেও মিলে যেতে পারে নাম।
আমরা অনেক সময় অন্যের নাম ভুলে যাই। কারণ, তাঁর নামটা বলার সময় আমরা মনোযোগ দিয়ে শুনি না।
পরিচিতিপর্বে সম্পূর্ণ মনোযোগ তাঁর দিকে দিন। এতেই দেখবেন, নাম মনে থাকবে।