24 September, 2023

BY- Aajtak Bangla

টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? এই ৪ উপায়ে দূর করুন

বর্ষাকালে সকাল থেকে বৃষ্টি পড়ায় বাড়ির মধ্যে সবসময় স্যাঁতসেঁতে গন্ধ থেকেই যায়। 

নানা রকমের রুম স্প্রে ব্যবহার করলেও বাড়ি থেকে এই গন্ধ সহজে যেতে চায় না।

তাই ঘরোয়া কিছু উপায়ে সহজেই দূর করতে পারেন বর্ষার এই দুর্গন্ধ।

বৃষ্টির সময় জানালা বন্ধ রাখলেও বৃষ্টি থেমে গেলে জানালা খুলে দেওয়া উচিত।

এর ফলে বাড়িতে বাইরের ঠান্ডা বাতাস ঢুকতে পারবে ও ঘরের ভ্যাপসা ভাব কিছুটা হলেও কেটে যাবে।

অনেক্ সময় জানলা - দরজার পর্দা থেকেও দুর্গন্ধ ছড়াতে পারে, তাই বর্ষাকালে সপ্তাহে একবার হলেও পর্দা ভালো করে কেচে নেওয়া উচিত।

 প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করা উচিত। এর ফলে ঘরে সুন্দর গন্ধও ছড়াবে। 

স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে ঘরের একটি জায়গায় বাটি রেখে তাতে  কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিতে হবে, ভিনিগার দুর্গন্ধ শুষে নেবে, ঘরে সতেজ ভাব আসবে। 

বাজারে বিভিন্ন রকমের সুগন্ধি মোমবাতি পাওয়া যায়, ঘরে সেই ধরণের মোমবাতি জ্বালিয়ে রাখলে ঘর থেকে দুর্গন্ধ দূর হবে।